আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এক বুলেটিনে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের নদী তীরবর্তী অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং বাকি অংশ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।
বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নিম্নচাপটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এতে জানানো হয়েছে, তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে পারে: আবহাওয়া অধিদপ্তর